রাজ্য সরকার থেকে তরফ থেকে কড়া ভাষায় এবং কড়া নির্দেশিকা অনুসারে জানিয়ে দেয়া হলো। আগামি কাল থকে গোটা রাজ্য জুড়ে, রাজ্য সরকার এর নির্দেশ-এ কড়া লকডাউন হচ্ছে। আগামীকাল রবিবার থেকে 30 শে মে পর্যন্ত।
আজ দুপুর বারোটার সময় রাজ্যসভার বৈঠক এ রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন।
![]() |
West Bengal Lockdown Rules |
রাজ্য সরকার সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে যাতে ঠিক থাকে নেই সেই জন্য আগামীকাল রবিবার ভোর ছয়টা থেকে ৩০ মে 2021 একপক্ষ কাল সন্ধ্যে ছটা পর্যন্ত নিম্নলিখিত অনুশাসন এবং বিভিন্ন সামগ্রী কথা মেনে এই Lockdwon হবে।
যে এই সব পরিস্থিতি সমস্ত দিক এবং সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে এসেছে রাজ্য সরকার এবং এই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে চলতে হবে এবং এই সিদ্ধান্তের বাইরে বা এই নিয়মকানুনের বাইরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মেনে না থাকে তাহলে তার বিরুদ্ধে কঠিন ও আইনত ব্যবস্থা নেওয়া হবে।
চলুন দেখে নেয়া যাক কি কি বিধি নিষেধ রাজ্য সরকারের তরফ থেকে আমাদের জানিয়ে দেয়া হয়েছে। সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে। এছাড়াও কোন কোন সময় কোন দোকান খোলা থাকবে বা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কোন সময়, বাজারে গিয়ে কিনতে পারব বা কি কি দোকান বন্ধ থাকছে বা কি দোকান খোলা থাকছে সেই সমস্ত বিস্তারিত নিচে দেয়া হল।
চলুন একেবারে বন্ধ থাকছে এরকম বেশ কয়েকটি জিনিস দেখে নেওয়া যাক
- রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ
- এবং সকল সরকারী অফিস এবং বেসরকারি অফিস বন্ধ
(ইমারজেন্সি এবং এসএমএস সার্ভিস অফিস প্রতিষ্ঠান গ্রামীণ স্বাস্থ্য ও সুস্বাস্থ্য আইন-শৃঙ্খলা আদালত সমাজকল্যাণ যে বিদ্যুৎ পানীয় জল টেলিকম ইন্টারনেট সংবাদমাধ্যম অগ্নিনির্বাপণ বিপর্যয় মোকাবিলা স্যানিটেশন সিগারেট এবং সংস্কারমূলক কাজ কর্ম ব্যতিক্রম অন্য সকল সরকারি-বেসরকারি অফিস এরতুলনাই)
- দোকান বাজার সকাল 7 টা থেকে ১০ অবধি খোলা
- লোকাল ট্রেন মেট্রো আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ
- বন্ধ থাকবে ফেরি পরিষেবা
- জিম সুইমিংপুল মার্কেট মল রেস্তোরাঁ বন্ধ থাকবে
- চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিষেবা ছাড়া পরিবহন বন্ধ
- সংস্কৃত ও ধর্মীয় রাজনৈতিক জামায়াত বন্ধ
- জরুরী পর্নোস্রার শিল্প-কলকারখানা উৎপাদন কেন্দ্র বন্ধ
- রাত ৯টা থেকে ভোর ৫ টা বাইরে বেরোনো যাবে না
- মিষ্টির দোকান সকাল 10 টা থেকে বিকাল ৫ টা অব্দি খোলা
- আলু সবজি দুগ্ধজাত পণ্যের দোকানে কিছুসময়ের ছাড়
- সৎকারে বিধি মেনে কুড়ি জন উপস্থিত থাকতে পারবেন
- বিয়ের অনুষ্ঠানে বিধি মেনে 50 জন অতিথী থাকতে হবে
- এটিএম খোলা থাকবে ব্যাংক খোলা থাকবে সকাল 10 টা থেকে দুপুর ২টো অব্দি
- জুটমিলে 30% কর্মী নিয়ে কাজ চলবে
- চা বাগানের 50 পার্সেন্ট করবি নিয়ে কাজের কাজ চলবে